
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ
ফুটবল ইতিহাসের এক ফেভারিট লিওনেল মেসি। ফুটবলের এই মহা তারোকার সবচেয়ে প্রিয় ক্লাব বার্সেলোনা। ক্লবটিতে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি। এই ক্লাবের জার্সিতে জিতেছেন সম্ভাব্য সবগুলো শিরোপা। বনে যান কিংবদন্তি। ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন এই ক্লাবের হয়ে। তবে ২০২১ সালে আর্থিক দৈন্যতার কারণে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়কে যথাযথভাবে বিদায় দিতে না পারার আক্ষেপ রয়েছে অনেক বার্সা সমর্থকের। তাদের জন্য রয়েছে সুখবর। গুঞ্জন উঠেছে আবারও বার্সায় ফিরবেন মেসি।
তবে, সেটা ক্লাব জার্সিতে খেলতে নয়। ক্যাম্প ন্যুতে বার্সেলোনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আলোচনা চলছে। মূলত আর্জেন্টাইন কিংবদন্তি বিদায়ী সম্মাননা জানাতে এই ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরবি/জেআই
মন্তব্য করুন