ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৫:০৪ পিএম

অনলাইন সংস্করণ

আমাদের তরুন প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়: সোহান

নুরুল হাসান সোহান। ছবি: সংগৃহীত

কোটা নিয়ে আন্দোলনকারী ও পুলিশ মধ্যে সংঘর্ষ উত্তাল বাংলাদেশ। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। বাড়ছে লাশের মিছিল। আজও দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে হতাহতের ঘটনা।

দেশের চলমান এই অস্থিরতা নিয়ে সরব দেশের ক্রিকেট তারকারা। বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাসের মতো তারকারা। এবার মুখ খুললেন দেশের আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহান।

জাতীয় দলে খেলা এই উইকেটকিপার বলেন, 'আমাদের তরুন প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদেরকে সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে। তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিস্বার্থতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। '

তরুণ প্রজন্মকে বিপথে না নেওয়ারও অনুরোধ করেন নুরুল হাসান সোহান, 'তাই দয়া করে তাদেরকে বিপথগামী করার চেষ্টা করবেন না। তাদেরকে নষ্ট করবেন না।'

 

মন্তব্য করুন