
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ
পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব।শুধু দেশে নয়, সারা বিশ্বে বসবাসরত বাঙালিরা দিনটি সাড়ম্বরে পালন করে থাকে। সংযুক্ত আরব আমিরাতে এবার ঈদের ছুটি অপেক্ষাকৃত দীর্ঘ ছিল।
এর সঙ্গে যোগ হয়েছে পহেলা বৈশাখ। যা প্রবাসী বাংলাদেশিদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
লোকায়ত সংস্কৃতির ডালা সাজিয়ে বর্ণিল উৎসব আয়োজনের মধ্যদিয়ে দেশটিতে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে।
ভিনদেশের মাটিতেও বাঙালি সংস্কৃতির চিরায়ত পহেলা বৈশাখ উদযাপিত হলো নানা অনুসঙ্গে।
দেশটিতে বসবাসরত বাঙালিদের মধ্যেও ছিলআনন্দের কলরব।
আর এই আনন্দ উচ্ছ্বাসকে সবার সঙ্গে ভাগ করে নিতে প্রবাসী সনাতনি ঐক্য পরিষদের চমৎকার আয়োজনের মধ্য দিয়ে এক নতুন মাত্রা পেয়েছে।
দেশটিতে বসবাসরত বাঙালিদের মধ্যে দিনটি নিয়ে আসে আনন্দের কলরব। দিবসটি উপলক্ষে আমিরাতের সারজায় আল জায়েদ ফার্ম হাউজে দিনব্যাপী অনুষ্টানের আয়োজন করে প্রবাসী সনাতনি ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের আবুধাবী, দুবাই, আজমান ও বিভিন্ন শহর থেকে প্রবাসীরা পরিবার নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন। শুরুতে মঙ্গল শোভযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হয় ।পরে নাচ, গান, মধ্যাহৃভোজ ও নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদিন দিবসটি উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা।আর এই আনন্দ উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করে প্রবাসী সনাতনি ঐক্য পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান।
প্রবাসীরা বলছেন, এই আয়োজনের ধারা বজায় থাকলে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে বাঙালী সংস্কৃতি। আর নিজেদের ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ এসব সংস্কৃতি চর্চায় প্রবাসের মাটিতেও বাড়বে নিজেদের মর্যাদা ও গুরুত্ব।
আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। আগামীতে আরও বড় পরিসরে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার, প্রবাসী সনাতনী পরিষদের সিনিয়র উপদেষ্টা বিশ্বনাথ দাশ, সভাপতি অজিত কুমার রায়, সহ সভাপতি অজিত চৌধুরী মিঠু, সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার, অর্থ সম্পাদক কার্তিক সাহা, দপ্তর সম্পাদক দেবব্রত তালুকদার, ফুজাইরাহ বাংলাদেশ সমিতির সভাপতি বাবু তপন সরকার, জাতীয় হিন্দু মহাজোট ইউএই’র সিনিয়র উপদেষ্টা মিনাল কান্তি ধর প্রমুখ।
মন্তব্য করুন