প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৪, ০১:১১ পিএম

অনলাইন সংস্করণ

আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা নিজেরাই রাজাকার বলে স্নোগান দিয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আন্দোলনে দুষ্কৃতকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যারা এই তান্ডেবের সঙ্গে জড়িত, সে সকল হামলাকারীরা লুকিয়ে আছে, তাদের সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে। এই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই। 

পরিদর্শনকালে বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা টেলিভিশন কেন্দ্রটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। একইসাথে, রাজধানীর রামপুরায় একই প্রাঙ্গণে অবস্থিত বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ে ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়।

বাংলাদেশ টেলিভিশনের ক্ষয়ক্ষতি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে আবেগাপ্লুত হতে দেখা যায়। এ সময় টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী  চোখও অশ্রুসজল হতে দেখা যায়।

আরবি/এস

মন্তব্য করুন