বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৪, ০৭:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

আম্বানিদের বিয়েকে আস্ত সার্কাস বলে বসলেন আলিয়া

পরিচালক অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ। ছবি: সংগৃহীত

পরিচালক অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ। বলিউড তারকাদের খুব ঘনিষ্ঠ কখনোই ছিলেন না অনুরাগ কাশ্যপ। বরং ঠোঁটকাঁটা বলেই দুর্নাম রয়েছে তাঁর। খানিক যেন বাবার মতই মেয়ে আলিয়া কাশ্যপও। নেটপ্রভাবী হিসেবে নামডাক হয়েছে আলিয়ার। এবার আম্বানিদের বিয়েকে ‘আস্ত সার্কাস’ বলে বসলেন তিনি। 
আলিয়া কাশ্যপ জানান, এই বিয়েতে নিমন্ত্রণ ছিল তাঁরও। তবে যেতে অস্বীকার করেন তিনি। এর কারণও জানিয়েছেন আলিয়া নিজেই। নিজের ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলের এক পোস্টে বললেন, ‘আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল এই বিয়েতে। শুনেছিলাম কেউ একজন আবার এই বিয়ের প্রচারের দায়িত্বেও রয়েছেন (পিআর)। তবে আমার এখনও কিছুটা হলেও আত্মসম্মান রয়েছে। লোকের বিয়েতে গিয়ে নিজেকে বিক্রি করতে পারব না।’

সোশ্যাল মিডিয়ায় এখন আলোচিত বিষয় আম্বানি পরিবারের বিয়ে। মাস চারেক ধরেই শুরু হয়েছে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান পর্ব। গত ৫ জুলাই আম্বানি বাড়িতে ছিল সংগীতানুষ্ঠান। পারফর্ম করেছেন মার্কিন পপতারকা জাস্টিন বিবার। অবশ্য তিনিই প্রথম বিশ্ব মঞ্চের তারকা নয়, দুই ধাপে অনুষ্ঠিত এই প্রাক‌-বিবাহ আসরে গান গেয়েছেন রিহানা, কেটি পেরি, পিট বুল, শাকিরার মতো তারকারাও। 

এদিকে, বলিউড তারকারা তো ছিলেনই! শাহরুখ খান থেকে দক্ষিণী তারকা রামচরণ, মোটামুটি সবাই ছিলেন। আম্বানির বাড়িতে ছোট-বড় সব অনুষ্ঠানেই খান থেকে কাপুর, কুমারদের ভিড়। তবে এই বিয়ে বাড়ির নিমন্ত্রণপত্রই গ্রহণ করেননি পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ।

প্রসঙ্গত, আগামী ১২ জুলাই অনন্ত-রাধিকার বিয়ে হবে মুম্বাইয়ের জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের পরদিন তাঁদের শুভ আশীর্বাদ। তারপরের দিন রিসেপশন পার্টি।

মন্তব্য করুন