বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৮:২৮ পিএম

অনলাইন সংস্করণ

আর কোনো রক্ত যেন না ঝরে: সাবিলা নূর

সাবিলা নূর। ছবি: সংগৃহীত

কোটা আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদের সরব হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন তারা। অভিনেত্রী সাবিলা নূরও এ তালিকায় আছেন।

তবে সাবিলা নূর বেশিকিছু লেখেননি। তার শুধু একটাই চাওয়া। আর কোনো রক্ত যেন না ঝরে। নিজের ফেসবুকে এ অভিনেত্রী লিখেছেন, আর কোনো রক্ত না ঝরুক…।

একই ইস্যুতে সরব হয়েছেন বিনোদন অঙ্গনের আরও অনেকে। অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? শবনম বুবলী লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?

অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, কাদের আঘাত করছো? জাতির মেরুদন্ড ভেঙে ফেলে আমরা আগের মতো দাঁড়াতে পারব তো? এছাড়া রুকাইয়া জাহান চমক লিখেছেন, হয়তো দুই একদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে, হয় দাবি আদায় হবে, আর নাহয় ভাগ্য খুব খারাপ হলে, হবে নাl কিন্তু এই যে ৬ টি তাজাপ্রাণ (এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত না)। এর দায়ভার কে বা করা নেবে? 

চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের আরও অনেকে। সালমান মুক্তাদির, তাসরিফ খান, শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমানসহ অনেকে।

মন্তব্য করুন