রূপালী ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৭:৫২ পিএম

অনলাইন সংস্করণ

২৬ বছর পর

আসছে ববি-প্রীতির ‘সোলজার’ এর সিকুয়েল!

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর বলিউডে নিয়মিত হয়েছেন অভিনেতা ববি দেওল। গেল বছর ‘অ্যানিমেল’ ছবির মধ্য দিয়ে ঝড় তুলেছেন ওটিটিতেও। তাইতো তার অভিনয়ের কথা এখন দর্শকের মুখে মুখে। তারই মাঝে এবার ঘোষণা এলো ১৯৯৮ সালে মুক্তি প্রাপ্ত ববি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ছবি ‘সোলজার’র সিকুয়েল নির্মাণের।

নব্বইয়ের দশকের ব্লকবাস্টার সিনেমা ছিলো ‘সোলজার’। গানগুলো আজও মুখে মুখে। ছবিটি প্রীতির প্রথম সিনেমা হলেও ববির ছিল দ্বিতীয় ছবি। সেসময় এই তরুণ জুটি দর্শক মন ছুয়ে গিয়েছিল। যার প্রভাব আজও বিরাজমান।

সম্প্রতি নিউজ এইট্টিন এক সাক্ষাতকার নিয়েছিলেন ছবিটির পরিচালক রমেশ তৌরানিকে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, ‘সোলজার’ এর সিকুয়েল নিয়ে তার কোন পরিকল্পনা আছে কিনা! এর উত্তরে তিনি জানান, অবশ্যই তিনি নির্মাণ করবেন। যার শুটিং আগামী বছর থেকে শুরু হবে।

রমেশ তৌরানিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে,  তিনি ববি দেওল এবং প্রীতি জিনতাকেই সিকুয়েলে প্রধান কাস্ট হিসাবে কাস্ট করবেন কিনা। এর উত্তরে প্রযোজক বলেছেন যে তারা এখনও কাস্টিং সম্পর্কে নিশ্চিত নন। সব কিছুই নতুন গল্পের উপর নির্ভর করে তারপরে তারা সিদ্ধান্ত নিবেন।

মন্তব্য করুন