
প্রকাশিত: ১৬ মে, ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ
নারায়াণগঞ্জের আড়াইহাজার থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টার দিকে আদালতে তোলা হয় তাকে।
পরে শুনানি শেষে এই নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুজ্জামানের আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
এর আগে, সকাল থেকে আদালত জুড়ে ছিলো বিএনপি নেতাদের সমাগম। নেতাকর্মীরা আদালতে জড়ো হয়ে গিয়াসউদ্দিনের মুক্তির দাবীতে স্লোগান দিতে থাকে। যার কারণে আদালত পাড়ায় ব্যাপক নিরপত্তা নিশ্চিত ছিল।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আড়াইহাজার থানার একটি মামলায় আজ তাকে আদালতে আনা হয়। শুনানি শেষে তার আইনজীবী জামিনের আবেদন করলে, আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগাড়ে প্রেরণের নির্দেশ দেন। বতমানে তিনি নারায়ণগঞ্জ কারাগারেই রয়েছেন।
মন্তব্য করুন