
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
বুধবার (১২ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা স্বাক্ষরিত এক প্যাডে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
নবনির্বাচিত সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ অন্যান্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যাতে আমার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি তার জন্য সবার নিকট দোয়া কামনা করি।
প্রসঙ্গত, মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের বাসিন্দা। এর আগে তিনি ধর্ম বিষয়ক নির্বাচন পরিচালনা উপ-কমিটির কুমিল্লা জেলা আওয়ামী লীগের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছিলেন।
মন্তব্য করুন