রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৪, ১২:৪১ এ এম

অনলাইন সংস্করণ

ইউনিমার্কের এমডির আত্মহত্যা!

ছবি সংগৃহীত

ইউনিমার্ক গ্রুপ বাংলাদেশের  ব্যবস্থাপনা পরিচালক শামীম আজাদ আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

বনানী থানা পুলিশ ও পরিবার সূত্র জানায়, শামীম আজাদ দ্বিতীয় স্ত্রী ফারিয়ার সাথে বনানীর একটি বাসায় থাকতেন। সেখানেই শনিবার রাতে চিরকুট লিখে ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তবে কাপড় ছিঁড়ে নিচে পড়ে গেলে পরে তাকে গুরুতর অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন করে সোহরাওয়ার্দী হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।

বনানী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহান হক রূপালী বাংলাদেশকে জানান, ঘটনা শনিবার রাতের। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে  বুঝিয়ে দেয়া হয়েছে। আত্মহত্যা বলে প্রাথমিক  ভাবে মনে হলেও হত্যা কিনা সেটি তদন্ত করে বের করা হবে।

মামলা ও আটকের বিষয়ে বনানীর ওসি জানান, এখন পর্যন্ত মামলা দাখিল হয়নি। পরিবারের কাছে ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।


উল্লেখ্য, শামীম আজাদ প্রথম স্ত্রীকে নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করলেও সম্প্রতি লক্ষ্মীপুরের ফারিয়া নামের একটি মেয়েকে দ্বিতীয় বিয়ে করে বনানীতেই থাকতেন।

মন্তব্য করুন