
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৪, ০৬:৩১ এ এম
অনলাইন সংস্করণ
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে নৌকাডুবির ঘটনায় ৭০ জনেরও বেশি রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। আরও অন্তত ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার উপকূল রক্ষী বাহিনী।
শুক্রবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক বিবৃতিতে এ খবর উঠে এসেছে।
বিবৃতিতে বলা হয়েছে, যদি মৃতের সংখ্যা নিশ্চিত করা হয় তাহলে এ বছরে রোহিঙ্গাদের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হবে এটি। এর আগে বুধবার আচেহ উপক‚লের জেলেরা সাগরে ছয় রোহিঙ্গাকে ভাসতে দেখেন। এরপর নৌকাডুবির বিষয়ে সতর্কতা জারি করা হয়।
মন্তব্য করুন