
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
গাজা যুদ্ধ ইস্যুতে বিরোধ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ফাটল ধরেছে এই দুই নেতার বন্ধুত্বে।
যার ফলাফল হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সবশেষ প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। তবে ক্রমবর্ধমান দ্বন্দ্ব স্বত্বেও মধ্যপ্রাচ্যের ইহুদি দেশটিকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
দখলদার ইসরায়েলকে গাজায় হামলা চালাতে আরেক দফা বোমা ও যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস।
এই নতুন অস্ত্রের প্যাকেজে ২ হাজার পাউন্ডের বেশি বোমা ও ২৫টি এফ-থার্টি ফাইভ/এ যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাড়ার মধ্যেই অস্ত্র পাঠানোর অনুমোদন দিল ওয়াশিংটন। তবে অস্ত্র সরবরাহের বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ এবং ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস।
গত প্রায় ছয় মাস ধরে ইসরায়েলের বর্বর হামলায় বাস্তুচ্যুত ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে রাফাহতে। কিন্তু সেখানেই আক্রমণ চালাতে চায় নেতানিয়াহু। তবে সেসব মানুষগুলোর নিরাপত্তার প্রশ্নে যেকোনো ধরনের হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্র।
মন্তব্য করুন