
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০৫:৩৭ এ এম
অনলাইন সংস্করণ
পাবনা ঈশ্বরদীতে তেলবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় ২টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের এবং ঢাকার সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের অদূরে পাতিবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিটিও) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
নাসির উদ্দিন জানান, একটি তেলবাহী ট্রেন পার্বতীপুরে তেল নামিয়ে খুলনার দিকে যাওয়ার পথে ঈশ্বরদী জংশন স্টেশনে এসে দাঁড়ায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রেন ভারত থেকে ঢাকা যাওয়ার পথে একই স্টেশনে দাঁড়ায়। পরে পাথরবোঝাই ওই ট্রেনটি রেলওয়ে গেট অতিক্রম করতে পাতিবিল এলাকায় আসে। কিন্তু শানটিং করার সময় (এক লাইন থেকে আরেক লাইনে বগি নেওয়া) তেলবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনটির ধাক্কা লাগে। এতে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় ঈশ্বরদী থেকে খুলনা এবং ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানান ওই কর্মকর্তা। তবে এতে কেউ হতাহত হয়নি।
নাসির উদ্দিন আরও জানান, ঘটনার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন বগি উদ্ধারে কাজ শুরু করেছে৷ ভোর ৫টা নাগাদ উদ্ধার কাজ শেষ হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।
পাকশী বিভাগীয় রেলওয়ের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, খুলনা-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস এবং ঢাকা-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আব্দুলপুর, ভেড়ামারা, মুলাডুলিসহ বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ জানান, ঘটনার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে কাজ শুরু করেছে।
মন্তব্য করুন