
প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এ আগুনের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনী ৮টি ইউনিট, পুলিশ, এপিবিএন, স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গারা।
এতে ৫ শতাধিক ঘর ও মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ করছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় কারিতাস নামের একটি এনজিও অফিস থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে রামু, উখিয়ার ফায়ার সার্ভিস ইউনিট ও কক্সবাজার ফায়ার সার্ভিসসহ ৮টি ইউনিট এবং বিভিন্ন সরকারি সংস্থার লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ক্যাম্পে বসবাসকারীদের সঙ্গে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। দিনের বেলায় অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বেলা ১ টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোহিঙ্গারা জানিয়েছেন, ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের কারিতাস নামের একটি এনজিও অফিস থেকে হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মন্তব্য করুন