
প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ০৪:৫০ এ এম
অনলাইন সংস্করণ
রাজধানীর উত্তরায় তুচ্ছ বিষয় নিয়ে কিশোর গ্যাংয়ের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছে। এঘটনায় দুই গ্রুপের পক্ষ থেকে হওয়া মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে সংঘর্ষ ও মামলার তথ্য নিশ্চিত করেছে উত্তরা থানা পুলিশ।
রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৪ নম্বর সড়কের ১৭ নম্বর বাসার সুপার হোস্টেলের সামনে শনিবার সন্ধ্যার পর জয় ও জিলানীর দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। দুই গ্রুপের পাল্টাপাল্টি মামলায় উভয় গ্রুপের ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় খান মো. জিএম জিলানীর (১৮) মাথায় ৫টি সেলাই, রাহি সায়মান তালহার (১৮) মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ১০টি সেলাই, ওয়াসিফের (১৮) বাম হাতের রগ কেটে গেছে, রুবেল হোসেন জয়ের (২৮) বাম হাতের বাহুতে চারটি সেলাই, মোস্তাফিজুর রহমান অভির (২২) বাম হাতে চারটি সেলাই, রকি ইসলামের (২৫) ডান হাতের আঙুল ফেটে যায়।
ডিএমপির উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হাসান মুনশি বলেন, দুই গ্রুপের পক্ষ থেকে মামলা হয়েছে। এখন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন