ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৪, ০২:২৪ এ এম

অনলাইন সংস্করণ

এক ধাক্কায় পাঁচ ধাপ নেমে গেছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। সংক্ষিপ্ত ফরম্যাটের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে নিজের সিংহাসন ফিরে পেয়েছিলেন সাকিব। তবে বেশি সময় শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না। বিশ্বকাপের মূল মঞ্চে বাজে পারফর্ম্যান্সের কারণে এক ধাক্কায় পাঁচ ধাপ নেমে গেছেন টাইগার অলরাউন্ডার।

গত এক যুগে এটিই সাকিব আল হাসানের সর্বনিম্ন র‍্যাঙ্কিং। বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আশানরূপ পারফর্ম করতে পারেননি সাকিব। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে ৩ ওভার বল করে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। সে ম্যাচে ব্যাট হাতেও ১৪ বল খেলে করেছিলেন ৮ রান।

এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও তিনি ছিলেন নিজের ছায়া হয়েই। ১ ওভার বল করে দিয়েছিলেন ৬ রান, উইকেটশূন্য থাকা সাকিব পরে ব্যাটিংয়ে নেমে ৪ বলে ৩ রান করেই আউট হয়েছিলেন। বিশ্বকাপে এমন বাজে পারফর্ম্যান্সের প্রভাবই পড়েছে তাঁর র‍্যাঙ্কিংয়েও।

২২৩ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট এক ধাক্কায় কমেছে ১৫ পয়েন্ট। ২০৮ পয়েন্ট নিয়ে এখন তিনি আছেন পাঁচে। এদিকে সাকিবের পাঁচে নেমে যাওয়ার সুযোগে শীর্ষস্থানে পৌঁছেছেন মোহাম্মদ নবী। আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৩১। এছাড়া এগিয়েছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও। ২২৫ পয়েন্ট নিয়ে তিনি দুইয়ে পৌঁছেছেন।

এদিকে সাকিবের মত পিছিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাও। তিনি নেমে গেছেন তালিকার তিনে। এদিকে বাংলাদেশী বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপে এক ম্যাচে ১৭ রান দিয়ে ৩ উইকেট পেয়েছিলেন তিনি। এছাড়া আরেক ম্যাচে উইকেটশুন্য থাকলেও দিয়েছিলেন ১৮ রান। এমন পারফর্ম্যান্সের সুবাদে ১০ধাপ এগিয়েছেন তিনি, উঠে এসেছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে। এছাড়া উন্নতি করেছেন তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেনও।

ব্যাটিংয়ে টাইগারদের মধ্যে সবথেকে ভালো জায়গায় আছেন তাওহীদ হৃদয়। বিশ্বকাপের দুই ম্যাচেই ব্যাট হাতে দারুণ অবদান রেখেছেন তিনি। ফলে ৩২ ধাপ এগিয়ে তিনি ওঠে এসেছেন ২৭ নম্বরে। এছাড়া এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

মন্তব্য করুন