বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪, ১২:৪১ পিএম

অনলাইন সংস্করণ

এক সিনেমায় তিন খান

ছবি সংগৃহীত

বলিউডের তিন খান কেউ কারও চেয়ে কম না। যেমন শাহরুখ, সালমান তেমনই আমির খান। গোটা বলিউড যেন তাদের হাতের মুঠোয়। তাদের অনুরাগীদের অনেকের ধারণা এই তিন খান যদি একসঙ্গে পর্দায় হাজির হন তবে খান খান হয়ে যাবে বি-টাউনের সকল রেকর্ড। এবার তিন খানকে এক ফ্রেমে দেখার ইঙ্গিত দিলেন আমির খান।

গতকাল বৃহস্পতিবার ছিল আমির খানের ৫৯তম জন্মদিন। বিশেষ দিনটি তিনি একদিকে যেমন প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে কেক কেটে উদ্‌যাপন করেছেন, তেমনই আবার অনুরাগীদের জন্য সমাজমাধ্যমের পাতায় লাইভে এসে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন। সেখানেই জানিয়েছেন খানময় সিনেমার কথা।

সামাজিক মাধ্যমে আমিরকে এক অনুরাগী প্রশ্ন করেন, তাদের তিন খানকে এক সিনেমায় দেখা যেতে পারে কি না। উত্তরে আমির বলেন, ‘‘আমরা তিন জন একসঙ্গে দেখা করলেই বিষয়টা নিয়ে আলোচনা হয়। শুধু আমাদের জন্য নয়, দর্শকদের কথা ভেবেই আমাদের একসঙ্গে একটা ছবি করা উচিত।’’ তিন জনেই যে সঠিক চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছেন, সে কথাও স্পষ্ট করেন আমির।

মন্তব্য করুন