রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৮:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

এসএসসিতে তিন পার্বত্য জেলায় পাসের হার বেড়েছে

ছবি সংগৃহীত

আগের তুলনায় এবার এসএসসিতে তিন পার্বত্য জেলায় পাসের হার বেড়েছে। এবার পাসের হার রাঙামাটি জেলায় ৭২ দশমিক ৭২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ৭২ দশমিক ২৫ শতাংশ এবং বান্দরবান জেলায় ৭২ দশমিক ৭০ শতাংশ। এ তিন জেলায় গত বছর পাসের হার ছিল রাঙামাটিতে ৬৭ দশমিক ৯২ শতাংশ, খাগড়াছড়িতে ৬৮ দশমিক ৩৭ শতাংশ এবং বান্দরবানে ৭০ দশমিক ৩০ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলে সব সময় তিন পার্বত্য জেলায় পাসের হার কম থাকে। এবার তিন জেলায় পাসের হার বেড়েছে। এদিকে রাঙামাটির কাপ্তাই উপজেলায় এবার পাসের হার ৭০ দশমিক ৬২ শতাংশ। দাখিলে পাসের হার ৯৭ দশমিক ৯০ শতাংশ। এ উপজেলায় এসএসসি এবং দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছে ৬১ জন।

কাপ্তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান জানান, এ বছর এসএসসি পরীক্ষায় কাপ্তাই উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান হতে ১০২৮ পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৭২৬  জন। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে পাসের হার শতভাগ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। এছাড়া কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় হতে ১২ জন, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৪ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে ২ জন এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে কাপ্তাইয়ে দাখিল পরীক্ষায় ২টি মাদ্রাসা হতে ৯৫ পরীক্ষার্থীর ৯৩ জন পাস করেছে। তাদের জিপিএ-৫ পেয়েছে  ৪ জন।

অপর দিকে এবারে রাঙামাটি দাখিল পরীক্ষার্থী ছিল ৫১৩ জন, পাশের হার ৭৯.১৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে জন। তবে রাঙামাটি সিনিয়র মাদ্রাসা, বাঘাইছড়ি কাচালং দাখিল মাদ্রাসা, মাইনীমূখ আলিম মাদ্রাসা, নানিয়ারচর দাখিল মাদ্রাসা শতভাগ পাশ ও আল আমিন (ফাজিল) মাদ্রাসা ৯৫ভাগ পাশ করেছে।

মন্তব্য করুন