রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৬:২৮ পিএম

অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার ফল নিয়ে সন্তুষ্ট সরকার: শিক্ষামন্ত্রী

ছবি: রূপালী বাংলাদেশ

এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০২৪ এর ফলাফলে সরকারের সন্তুষ্টির কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, ১ শতাংশ কম ছাত্র পরীক্ষায় অংশ না নেয়া এবং পাশের হার ও জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেদের পিছিয়ে পড়ার কারন অনুসন্ধানে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। শিক্ষা প্রতিমন্ত্রী বেগম কামরুন নাহার, শিক্ষার দুই বিভাগের সচিব, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসয় উপস্থিত ছিলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, 'সবার জন্য সমান সুযোগ সৃষ্টিকরা হয়েছে।' ছাত্র-ছাত্রীরা যাতে সমান তালে এগিয়ে যায়, সে দিকে লক্ষ রাখার তাগিদ দেন তিনি।

মহিবুল হাসান চৌধুরী বলেন, গতানুগতিক ধারায় পড়াশোনা না করে কর্মসংস্থানমুখি, কর্মমুখী শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে।

চাকুরির বয়স সীম সংক্রান্ত চলমান আন্দোলনের বিষয় নিয়ে  এক প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী বলেন, 'চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫' এর আন্দোলনকারীরা আমার কাছ থেকে নেয়া সুপারিশ নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে। এ বিষয়ে আমি স্পষ্ট বলতে চাই, জাতীয় সংসদে বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রী পরিষ্কার করেছেন। এ মুহুর্তে আমাদের সরকারের চাকরির বয়স বাড়ানোর কোন সিদ্ধান্ত নেই।' তিনি বলেন, 'আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি কারো কাম্য নয়।'

'শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সরকারের কোন সিদ্ধান্ত আছে কী-না' এমন প্রশ্নের জবাবে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, 'ঈদুল আজহার পর আর শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে না।'

মন্তব্য করুন