ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ০৪:৪৪ এ এম

অনলাইন সংস্করণ

ওমানকে হারাল স্কটল্যান্ড

ছবি সংগৃহীত

 বিশ্বকাপে রোববার (৯ জুন) সবার নজর ছিল ভারত-পাকিস্তানের লড়াইয়ের দিকে। সবার আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিল ম্যাচটি। একই সময়ে মুখোমুখি হয়েছিল আসরের দুই ছোট্ট দল ওমান ও স্কটল্যান্ড। ছোটদের এই লড়াই ওম্যানকে ৭ উইকেট হারিয়েছে স্কটিশরা।

অ্যান্টিগোর স্যার ভিভিয়ান রিচার্ডস বিবিয়ান স্টেডিয়ামে টস জিতে স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রতীকের ৫০ ও আয়ান খানের ৪১ রানে মাঝারি স্কোর পায় ওমান।

জবাবে জ্বলে ওঠে ব্রেন্ডন ম্যাকমুলানের ব্যাট। মাত্র ৩১ বলে ৬১ রানের চমকপ্রদ ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ওপেনার জর্জ মুনশি ২০ বলে করেন ৪১ রান।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৭তম ম্যাচে মহারণে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। নিউইয়র্কে দুদলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে জিততে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

পাক পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ধসিয়ে মাত্র ১১৯ রানে অলআউট করে। তবে ব্যাটারদের ব্যর্থতায় ৬ রানে ম্যাচ হারতে হয় বাবর আজমের দলকে।

রোববার (৯ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেয়া ১২০ রানের ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রানে থামে বাবরদের ইনিংস।

তাতে ৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। এই পরাজয়ে বিশ্বকাপের সুপার এইটে যাওয়া কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য।

মন্তব্য করুন