রূপালী বিশ্ব

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৪:১৭ পিএম

অনলাইন সংস্করণ

নিরাপত্তা সতর্কতা জারি

ওমানে আশুরার অনুষ্ঠানে গুলিতে নিহত ৪, আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

ওমানের রাজধানী মাস্কাটে শিয়া মুসলমানদের একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর নাতি ইমাম হুসাইন (আ.) এর শাহাদাতবার্ষিকী স্মরণে গতরাতে শোকানুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে।

রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম পার্সটুডে জানিয়েছে,  ১৭ জুলাই বুধবার ভোররাতে ওমানের রাজধানী মাস্কাটের আল-ওয়াদি আল-কবির এলাকায় ইমাম আলী বিন আবি তালিব মসজিদের আশেপাশে ঘটনাটি ঘটেছে। হতাহতদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক।

গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে মাস্কাটের ইমাম আলী মসজিদের কাছে লোকজনকে দৌড়ে পালাতে দেখা গেছে। মসজিদের একটি মিনারও দেখা গেছে। গুলির শব্দ শোনা যায়।

হামলার পর ইমাম আলী মসজিদের ওই এলাকা পুলিশ ঘেরাও করে রেখেছে। সাংবাদিকদের মসজিদটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাস্কাটের ওয়াদি আল-কবির এলাকায় ‘সন্ত্রাসী হামলায়’ চারজন পাকিস্তানি নাগরিক নিহত। নিহতরা হলেন- গুলাম আব্বাস, হাসান আব্বাস, সাইয়্যেদ কাইসার আব্বাস ও সুলাইমান নাওয়াজ।

গুলি চালানোর পরে মাস্কাটে নিযুক্ত মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এবং মঙ্গলবার সমস্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে।

এদিকে ওমানের একটি শিয়া মুসলিম মসজিদে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে দায় স্বীকার করে গোষ্ঠীটি। খবর রয়টার্সের। সোমবারের ওই হামলায় তিন হামলাকারীসহ অন্তত নয়জন নিহত হন। এ ধরনের হামলার ঘটনা তেল উৎপাদনকারী উপসাগরীয় এই দেশটিতে বিরল।

মন্তব্য করুন