কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ৬ জুন, ২০২৪, ১২:৫৭ এ এম

অনলাইন সংস্করণ

কক্সবাজারের ঈদগাঁওতে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. তৈয়বুল ইসলাম নামের এইট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনের) এক নায়েককে আটক করেছে কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা।

বুধবার (৫ জুন) দুপুরে ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া কাউন্টারের পাশের তেলের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন সংস্থাটির কক্সবাজার ডিএনসির সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল।

সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, পাচারের উদ্দেশ্যে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিল ধৃত তৈয়বুল ইসলাম।

ধৃত মোঃ তৈয়বুল ইসলাম উখিয়া বালুখালী পানবাজার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের নায়েক পদে কর্মরত ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার মুসলিম পাড়া গ্রামের জামশেদ আলির ছেলে।

এর আগে ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযানে আরো দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ হাজার পিস ইয়াবা।

আটকরা হলেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-০৮, ব্লক-৩৯ এর মতিউর রহমানের ছেলে মো: শফিক ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-১৫, ব্লক- ই ১৬ এর আব্দুল হাকিমের ছেলে নুরুছালাম।

এব্যাপারে বুধবার রাতে ঈদগাঁও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল।

মন্তব্য করুন