
প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ০১:২০ এ এম
অনলাইন সংস্করণ
কক্সবাজার সদরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তারকা মানের হোটেল বেস্টওয়েস্টার্ন হেরিটেজের এক কর্মচারী নিহত হয়েছেন।
রোববার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাতলী সমুদ্রসৈকতের বেলি হ্যাচারী পয়েন্টে এঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত রয়েছে।
নিহত নুরুল কাদের (২৩) চকরিয়া উপজেলার বড়ইতলী, ৪ নম্বর ওয়ার্ড উপরপাড়ার বাসিন্দা ইব্রাহীমের ছেলে। নুরুল কাদের ওই হোটেলের রান্নাঘরের শেফ সহকারী।
শেফ সহকারী মোহাম্মদ বাদশা বলেন, হোটেলের কাজ শেষ করে নুরুল কাদের ও দুই সহকর্মী সন্ধ্যায় সৈকতে ঘুরতে যান। এসময় ছিনতাইকারীরা নুরুল কাদেরের মোবাইল কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন।
তাদের মধ্যে দস্তা দস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা নুরুল কাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফিরে এলে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন