
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০২:১২ এ এম
অনলাইন সংস্করণ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ বিজিবির উদ্যোগে কক্সবাজারে ৪৫০ জন দুঃস্থ ও দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে কক্সবাজারে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
২৬ মার্চ মঙ্গলবার বিকেলে ৩৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রি: জেনারেল মো. মোরশেদ আলম।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালকের দিক-নির্দেশনায় কক্সবাজারে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন, ৩৪ বিজিবি অধিনায়কসহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।
বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তারা।
ইফতারী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী পদাতিক সাথে অপস্ অফিসার মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন পিএসসি, ইন্ট অফিসার মেজর মাহিম ইকবাল, সহকারী পরিচালক এডি শফিকুল ইসলাম ।
সভাশেষে বিজিবি স্থানীয় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪৫০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করে।
ইফতার সামগ্রী পেয়ে স্থানীয় গরীব দুঃখীদের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন