
প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ১২:৩২ এ এম
অনলাইন সংস্করণ
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ১০ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা'র চত্বরে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম জেলার পরিচালক আব্দুল সত্তার। আর-ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হাসান।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন বলেই প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ সদর উপজেলার জেলেদের মাঝে গরুর বকনা বাছুর পাঠিয়েছেন। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
উপজেলার ঝিলংজা, চৌফলদন্ডী, ভারুয়াখালী, খুরুশকুল চারি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৫০ টি জেলে পরিবারকে ৫০ টি বকনা বাছুর বিতরণ করা হয়।
ইলিয়াচ মিয়া, মোস্তাক আহমেদসহ সুফলভোগী জেলেরা বলেন, 'বিকল্প হিসেবে এ বকনা বাছুর পেয়ে নিজেদের কে সাবলম্বি গড়ে তোলবো। নিষিদ্ধ সময়ে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবেন এবং অবৈধ জাল দিয়ে কখনো মাছ শিকার করবে না।
মন্তব্য করুন