
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ
কক্সবাজার জেলা পরিষদের সদস্য পদে উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বৈধ ঘেষণা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রুপালী বাংলাদেশকে বলেন, শুক্রবার জেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।
এ যাচাই বাছাইয়ে ৩ প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে। এ উপ নির্বাচনের প্রার্থীরা হলেন, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব মুরশেদ, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মৌঃ রফিক উদ্দিন।
আগামী ১০ জুলাই ২০২৪ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১১ জুলাই ২০২৪। আগামী ২৭ জুলাই ২০২৪ এ উপ-নির্বাচনে সদস্য পদে ইভিএমএর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ উপ-নির্বাচনে সদস্য প্রার্থী মোহাম্মদ আলম বাহাদুর মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেছেন। পরে তিনি টেকনাফ উপজেলার ৯৩ জন সম্মানিত জনপ্রতিনিধিদের কাছে তালা মার্কায় ভোট ও দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে ওই জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জাফর আহমদ পদত্যাগ করেন। এ কারণে কক্সবাজার জেলা পরিষদ ১নং সাধারণ আসনের পদটি শূন্য হয়।
মন্তব্য করুন