
প্রকাশিত: ১৫ জুন, ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে ডিউটিরত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় ঘাতক কনস্টেবল কাউসার আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সাত দিনের রিমান্ড শেষে আজ শনিবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নাফ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আগে গত ৯ জুন কাউসারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৮ জুন রাত ১২টার দিকে গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মী কাউসারের গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম। গুলিবিদ্ধ হন জাপান দূতাবাসের এক গাড়িচালকও। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় আরেক সাইকেল আরোহী পথচারীও আহত হয়েছেন।
মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই কনস্টেবল মাহাবুবুল হক ৯ জুন গুলশান থানায় মামলা করেন। এ ঘটনায় গত ৯ জুন কনস্টেবল কাউসারকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মন্তব্য করুন