
প্রকাশিত: ৪ জুন, ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ
মৌলভীবাজারে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক এখন ঝুঁকিপূর্ণ। বৃষ্টিপাত হলেই পাহাড় ধ্বসে ও গাছ সড়কের উপর পড়ে যায়। এতে করে অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ শ্রীমঙ্গল উপজেলা হচ্ছে একটি পর্যটন সমৃদ্ধময় এলাকা। এই দুই উপজেলায় প্রতিনিয়ত পর্যটকরা বেড়াতে আসেন। পর্যটক ও যাত্রীবাহী গাড়ি কমলগঞ্জ শ্রীমঙ্গল সড়ক হয়েই বিভিন্ন পর্যটন এলাকায় যাতায়াত করে থাকেন।
প্রায় ১০ কিলোমিটার জায়গা পাহাড়ি পথ। সড়কের পাশেই উঁচু নিচু পাহাড় এবং গাছগাছালিতে ভরপুর। পুরোটাই লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন এলাকা। অল্প বৃষ্টিপাত হলেই সড়কের উপর পাহাড় ধ্বসে পড়ে এবং গাছ গাছালি উপরে পড়ে যায়। বৃষ্টিপাতের সময়ে এই সড়কে যাতাযাত করা খুবই ঝুঁকিপূর্ণ। ২০১৭ সালে ২৫ এপ্রিল যাত্রীবাহী অটোরিকসা সিএনজির উপরে গাছ পড়ে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। প্রায়ই গাছের ডাল পড়ে অনেকই আহত হয়েছেন।
অনেক গাড়ী চালক ও যাত্রীরা বলেন, এই সড়ক জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে বৃষ্টিরদিনে কখন পাহাড় ধ্বসে ও গাছ ওপড়ে পড়ে যায় সে ভয় থাকে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সচেতন মহল মনে করছেন।
মন্তব্য করুন