মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৪, ০৮:২০ পিএম

অনলাইন সংস্করণ

কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আইনজীবী

ছবি সংগৃহীত

কর্মস্থলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন এডভোকেট অমল কান্তি চৌধুরী (৬৬)। রোববার (২৪ মার্চ) বেলা ১২ টার দিকে মৌলভীবাজারে জেলা আইনজীবী সমিতির বারে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, প্রবীন আইনজীবী এডভোকেট অমল কান্তি চৌধুরী জেলা আইনজীবী সমিতির বারে যান। সেখানে নিজ চেয়ারে বসা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার সহকর্মীরা দ্রুত শহরের লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান।

এডভোকেট অমল কান্তি চৌধুরী মৌলভীবাজারের পোস্ট অফিস রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরের মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে-মেয়ে রেখে গেছেন।

মন্তব্য করুন