
প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির মামলার প্রধান আসামি মো. ইব্রাহিম প্যাদা (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২ টায় পার্শ্ববর্তী উপজেলার আমতলীর তারিকাটা থেকে গ্রেফতার করা হয় তাকে। কলাপাড়া উপজেলার চাকাইময়া ইউনিয়নের মিশনবাড়িয়া গ্রামের আবু তাহেরের ছেলে। গ্রেফতারকৃত ইব্রাহিম কলাপাড়া পৌর শহরে অটো রিক্সা চালক।
উল্লেখ্য, মঙ্গলবার মন্দিরের প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির ঘটনার পর পুলিশ, র্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেন। মঙ্গলবার রাতে মন্দির কমিটির সভাপতি গোসাই সাহা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২ লক্ষ ত্রিশ হাজার টাকা ক্ষতি সাধন, অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির ঘটনায় ফুটেজ দেখে প্রধান আসামীকে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে আমতলীর তারিকাটা থেকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন