
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৪, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ
মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও নৈকট্য লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রমজান মাস। এই ফজিলতের মাসে কানাডায় বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়াল আয়োজন করলো ইফতার মাহফিলের।
ইফতার মাহফিলে ছিলো না কোন বক্তব্য। সোসাইটির সাধারণ সম্পাদক মুহিম আহমদের মধুর কন্টের তেলাওয়াত সবাইকে বিমুহিত করে মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ সংযমের প্রশিক্ষণ নেয়।
আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। আর এই চর্চা'র আয়োজন প্রতিবছর'ই করে থাকে সোসাইটি। জানালেন সোসাইটি নেত্রীবৃন্দ। ইফতার মাহফিল সফল করতে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
সোসাইটি'র সাধারণ সম্পাদক মুহিম আহমেদের পরিচালনায় ইফতার মাহফিলে আশা সবাইককে অভিনন্দন জানান, সোসাইটির সভাপতি এজাজ আকতার তৌফিক।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ালের উপদেস্টামন্ডলীর সভপতি, আব্দুর রশিদ খানসহ সভাপতি, ফখল ইসলাম, নাজুল ইসলাম আব্দুল্লাহ, সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পদক-কামরুল ইসলাম রানা, সাংস্কৃতিক সম্পাদক মিনাল পিংকুসহ আরো অনেকেই।
সকল ভেদাভেদ ভুলে গিয়ে, মাহে রমজানের আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের আগামী দিনগুলো পরিচালিত হোক। এমনটাই চাওয়া আমাদের সবার।
মন্তব্য করুন