বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০৭:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

কান উৎসব থেকে সুখবর দিলেন ভাবনা

ছবি সংগৃহীত

নিজের উদ্যোগে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে গেলেন ঢালিউডের অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা। সেখান থেকে নতুন সুখবর দিলেন তিনি। মালয়েশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি এক নির্মাতার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। ছবির নাম ‘জেনুবিয়া’।

এটি পরিচালনা করবেন জাফর ফিরোজ। এর আগে তিনি চায়নিজ ‘রিবর্ন’ নামে একটি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে থাকলেও এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। বাংলা, ইংরেজি ও চীনা ভাষায় এটি তৈরি হবে বলে জানা গেছে।

তিন দেশে ছবিটি মুক্তির পরিকল্পনাও রয়েছে। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ব্রিটিশ চায়নিজ প্রযোজক কিয়াও লি। আগামী তিন মাসের মধ্যে ছবির কাজ শুরু হবে। পুরো ছবির দৃশ্য ধারণ হবে মালয়েশিয়ায়।

কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বেশ উচ্ছ্বসিত ভাবনা। অভিনেত্রীর ভাষ্য, ‘প্রথম সবকিছু তুলনাহীন। প্রথমবার কানে এসে একটি ছবিতেও চুক্তিবদ্ধ হলাম। অভিনয়শিল্পী হিসেবে এটি পরম পাওয়া। ছবিতে আমার চরিত্রটিও অসাধারণ। তবে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলতে চাই না। সময় হলে সবাই সবই জানবেন।'

তিনি আরো বলেন, ‘কানে আসার সময় খুব ভয় পাচ্ছিলাম, একা একা সব করতে পারব কিনা, এই ভেবে। কিন্তু আমার পরিবার, বন্ধু ও আমার খুব কাছের মানুষজন সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন। তা আমাকে এগিয়ে চলার সাহস জুগিয়েছে।’

মন্তব্য করুন