
প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন ৯ জন শিক্ষক-কর্মচারীকে এককালীন অবসর ভাতা ৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান হয়।
শনিবার (৮ জুন) দুপুরে সংগঠন কার্যালয়ে অবসর ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন।
বক্তব্য রাখেন কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু হাসান প্রামানিক, সাবেক সভাপতি এফএমএ ছালাম, সাবেক আহবায়ক জয়নুল আবেদীন খান ফিরোজ, সংগঠনের সহ-সভাপতি টি এম ফেরদৌস আলম পলাশ, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য আব্দুল ওহাব প্রমূখ।
মন্তব্য করুন