
প্রকাশিত: ১৬ জুন, ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপে পানবোঝাই ঝুড়ির ভেতর থেকে ৫৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বহনকারী পিকআপ ও দুটি মোবাইল জব্দ করা হয়।
রবিবার দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর এবং চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার ভোরে উপজেলার ঘোলপাশা যুগিরখিল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ৬ নম্বর ঘোলপাশা যুগিরখিল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টের মাধ্যমে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটি পিকআপের সামনে বসা চালক ও তার সহকারী এবং পেছনে থাকা তিনজন লোক পালিয়ে যায়।
পরে পিকআপটি তল্লাশি করে গাড়ির পেছনে থাকা একটি পান ভর্তি ঝুড়ি থেকে ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ইয়াবা উদ্ধারের পর প্রযুক্তি ব্যবহার করে পিকআপের চালক ইয়াছিন (২৭) কে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরও চারজনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন