কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনি

প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৮:২৬ পিএম

অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় সবচেয়ে বেশি জিপিএ ফাইভ

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৪ সালে এস.এস.সি পরীক্ষায় সবচেয়ে বেশি জিপিএ ফাইভ অর্জনকারী প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়টি। এ বছর উক্ত প্রতিষ্ঠান থেকে ১৮ জন শিক্ষার্থী অর্জন করে জিপিএ ফাইভ। প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ১৪৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় কৃতকার্য হয় ১৩৮ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটিতে পাশের হার রয়েছে ৯২.৬২ শতাংশ। 

জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীরা হলেন, তাবাচ্ছুম আক্তার, ফারহানা আক্তার, রাফিজা আক্তার রিমা, রাবিয়া আক্তার শ্রাবন্তী, মোছাঃ মাহমুদা আক্তার, নুসরাত জাহান মুন, রুফাইদা আক্তার, রাহিমা আক্তার, মশিউর রহমান, তাসনিমুল হাসান ভূঞা, ইফতেখার মোল্লা, উদয় হাসান, মোঃ আশরাফুজ্জামান পিয়াস, সাকিবুল ইসলাম, শ্রাবন মিয়া, মোঃ রামিম খান, মোঃ মঈন খান ও মোঃ শাহিন মিয়া। 

১৮ শিক্ষার্থী জিপিএ ফাইভ পাওয়ায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ খলিলুর রহমান ভূঞাসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এবং অভিভাবক বৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মন্তব্য করুন