কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৪, ০৩:১২ পিএম

অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ!

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় স্থানীয় বাসিন্দারা রয়েছেন হুমকীর মুখে। এ বালু উত্তোলনের ফলে স্থানীয় বাসিন্দাদের বসতভিটা যে কোন সময় ভেঙ্গে পরার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে এ এলাকার লোকজনের নলকূপের পানির স্তর নিচে নেমে গেছে বলে জানা যায়।

মোঃ শাহ নেওয়াজ নামে এক প্রভাবশালী ব্যাক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত অবৈধভাবে ৩নং ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বালু বিক্রি করে আসছেন। ফলে নদের দুই তীরের কৃষি জমি, বসতবাড়িসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান নদের গর্ভে বিলীন হওয়ার আসঙ্কা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, নদের দুই তীরের বিভিন্ন অংশে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এর ফলে এলাকাবাসীর ক্ষয়- ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে মধ্য সালুয়া গ্রামের শেখ মুজিবুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষে কয়েকজন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, কিশোরগঞ্জ ও ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ দায়ের করেছি। কিন্তু এ নিয়ে কোনো সুফল পাইনি এখনো।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন