
প্রকাশিত: ২৭ জুন, ২০২৪, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বেসিক শিল্প নগরী এলাকায় একটি ডোবা থেকে জলিল (৫৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ওই ইউনিয়নের নাগদাহ যোগাযোগের মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহত জলিল জেলার উলিপুর উপজেলার আনন্দবাজার এলাকার সরকার পাড়া গ্রামের বাদশাহ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, চিলমারী-কুড়িগ্রাম সড়কের নাগদাহ যোগাযোগের মোড় এলাকার ব্রিজের পাশে খালের পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ধারনা করা হচ্ছে মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের হতে পারে। মরদেহটির শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানানো যাবে।
মন্তব্য করুন