মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪, ০৫:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

কৃষিমন্ত্রীর সাথে মৌলভীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ

কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার বেলা বারোটায় মৌলভীবাজার সার্কিট হাউসে এই সাক্ষাৎ করেন।

এসময় মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্তসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত জানান, মন্ত্রীকে প্রেসক্লাবে আমন্ত্রণ জানানো হয়। যথাশীঘ্রই মন্ত্রী প্রেসক্লাবে  আসার আশ্বাস দেন। এছাড়া প্রেসক্লাবে র উন্নয়নে মন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক।  

মন্তব্য করুন