রূপালী ডেস্ক

প্রকাশিত: ১ আগষ্ট, ২০২৪, ০১:১৫ পিএম

অনলাইন সংস্করণ

ইমাইল হানিয়া হত্যা

খামেনির নেতৃত্বে হানিয়ার জানাজা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরানে হানিয়া এবং তার দেহরক্ষীর জানাজার নেতৃত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এতে অংশ নেন ইরানের নবনিযুক্ত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতারাও। ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার (৩১ জুলাই) ইরানে গুপ্তহত্যার শিকার হন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। নতুন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন তিনি।

বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে হামাসের পক্ষ থেকে জানানো হয় যে, ইরানের রাজধানী তেহরানে হানিয়ার বাসস্থানে ‘ইহুদিবাদী গুপ্ত হামলার’ ঘটনা ঘটেছে। এতে ৬২ বছর বয়সী হামাসপ্রধান ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন।

নামাজের পর তার মরদেহ আজাদী (স্বাধীনতা) চত্বরের দিকে নিয়ে যাওয়া হবে। এরপর কাতারের রাজধানী দোহায় তাকে দাফন করা হবে।


আরবি/জেআই

মন্তব্য করুন