
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ
উত্তরণ ও পানি কমিটির উদ্যোগে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের যশোর-খুলনা-সাতক্ষীরা জেলার নদ-নদী রক্ষা, জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা সমাধানের উপায় নির্ধারণের লক্ষ্যে আজ (শনিবার ) সকাল ১০ টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম দিনব্যাপী নদী মেলা-২০২৪ অনুষ্টিত হয়।
পরিবেশ সমস্যা সমাধানের উপর এই নদী মেলায় প্রধান অতিথির হিসাবে বক্ততা করেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ।তিনি মেলা'র শুভ উদ্বোধনও করেন।
নদী সন্মেলনে এ অঞ্চলের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান (পাইকগাছা-কয়রা), এনামুল হক বাবুল (অভয়নগর- বাঘারপাড়া), জনাব ফিরোজ আহম্মেদ স্বপন (তালা-কলারোয়া), মোঃ আশরাফুজ্জামান (সাতক্ষীরা সদর), জনাব মোঃ ইয়াকুব আলী (মনিরামপুর), মোঃ আজিজুল ইসলাম (কেশবপুর) এবং সাতক্ষীরা সংরক্ষিত আসনের সাংসদ লায়লা পারভীন সেঁজুতি ।
নদী মেলায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষজ্ঞ সংস্থা সিইজিআইএস এর নির্বাহী পরিচালক ড. মালিক ফিদা আব্দুল্লাহ খান, আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক জহির-উল হক খান এবং আলোচক হিসাবে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন পাউবো'র দক্ষিণ-পশ্চিম জোন, খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
খুলনা, সাতক্ষীরা ও যশোর অঞ্চলের প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিকবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধিবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নদী ও পরিবেশ নিয়ে আন্দোলনকারী নাগরিক সংগঠনের প্রতিনিধি, ভূমি কমিটি, পানি কমিটি'র প্রতিনিধিসহ এ অঞ্চলের ভূক্তভোগীসহ প্রায় ৫ শতাধিক প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন