বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৭:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

এক গার্মেন্টস কর্মীর সঙ্গে কাপড় ব্যবসায়ীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একবছর ধরে প্রেমিকার বাসায় আসা-যাওয়া করতো প্রেমিক। অবশেষে প্রেমিকার ধর্ষণ মামলায় মহিবুল হাসান মিলন (৩২) নামের কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার যুবক ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে। 

শনিবার (১১ মে) ধুনট থানা পুলিশ ওই যুবককে আদালতে প্রেরণ করে। এর আগে শুক্রবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে গার্মেন্টস কর্মী (২৪)। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ইসলামপুর। ধুনট ডাকবাংলোর একটি কক্ষে রাতে গার্মেন্টস কর্মী ও তার প্রেমিক একসঙ্গে ছিলেন। সেখানে বিয়ের প্রলোভনে প্রেমিক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই যুবতী। 

মামলার বিবরণে উল্লেখ করেন, প্রেমিক মহিদুল হাসান মিলন ঢাকায় কাপড়ের ব্যবসা করে এবং ওই নারী গার্মেন্টস কারখানায় চাকরি করে। দুজনের বাসা পাশাপাশি হওয়ায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একবছর ধরে প্রেমিকার বাসায় আসা-যাওয়া করতো মিলন। ইতিপূর্বে প্রেমিকের গ্রামের বাড়িতে বেশ কয়েকবার বেড়াতে গিয়েছিল ওই গার্মেন্টস কর্মী। গত বুধবার (৮ মে) বিকেলে ওই যুবতী ধুনট বাজারে গেলে প্রেমিক তাকে ডাকবাংলোর একটি কক্ষে নিয়ে যায়। একই কক্ষে দুজন রাত্রিযাপন করে। 

গার্মেন্টস কর্মীর অভিযোগ, ডাকবাংলোতে বিয়ের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে প্রেমিক মিলন। পরদিন বৃহস্পতিবার রাতে তাকে আবারো ধর্ষণ করে। ওই রাতে মিলনকে বিয়ের কথা বললে সে তালবাহানা করে। একপর্যায়ে বিয়ে করবে না বলে জানিয়ে শুক্রবার সকালে ডাকবাংলো থেকে চলে যায় প্রেমিক। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে মহিবুল হাসান মিলনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন