
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী এলাকায় সকাল ৭ টার দিকে অভিযান চালিয়ে তিনজন মাদককারবারিকে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিৎ করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।
আটককৃতরা হলো গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকার সাজ্জাদ আলীর ছেলে ইউনুস আলী (৪৫), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইসাহাক আলী @ বিপ্লব (৩৫) ও একই গ্রামের ইউনুসের ছেলে ইমান আলী (১৯)।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই মাহাবুব আলম ফোর্সসহ ১১ জুলাই ভোর সাড়ে ৪ টার দিকে মহিষালবাড়ী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মহিষালবাড়ী গ্রামে ইউনুস আলীর পাকা বসতবাড়ির ভিতর আঙ্গিনায় কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ওসি, ডিবি, মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই
মাহাবুব আলম ফোর্সসহ ডিবি পুলিশের একটি টিম সকাল সাড়ে ৬ টার দিকে অভিযান পরিচালনা করে।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ইউনুস আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডানপার্শ্বের কোচের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামিবর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাকে
আটক করে।
ওপর দুইজন ইসাহাক আলী ও ইমান আলীকে সহযোগী আসামি হিসেবে আটক করা হয়। ইউনুস আলী ও ইসাহাক আলীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। হেরোইন উদ্ধারের এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।
মন্তব্য করুন