গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪, ০৫:১১ পিএম

অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

ছবি সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে গলাকেটে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।রোববার মধ্যরাতে উপজেলার সাপমারা ইউনিয়নের সিন্টাজুরি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইজিবাইক চালক উপজেলার রামপুরা গ্রামের বাসিন্দা দুলাল মিয়া (৪০)।

জানা গেছে, দুলাল মিয়া প্রতিদিনের ন্যায় রোববার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। পরে সিন্টাজুরি এলাকায় সোমবার সকালে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।

পুলিশের ধারণা, দুলালকে গলাকেটে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান,স্থানীয়দের খবরের প্রেক্ষীতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। এখন দুলালের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারসহ
দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন