
প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রেমাল আজ শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
প্রতিমন্ত্রী জানান, উপকূলীয় অঞ্চলে রেমালের আঘাত হানলে ক্ষয়ক্ষতি এবং উদ্ধারে পরবর্তী সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারি কর্মকর্তাসহ প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে
আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এসময় বৈঠকে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানসহ ৪৮ মন্ত্রণালয়ের প্রতিনিধি অংশ নেন।
এসময় প্রতিমন্ত্রী দেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ভোলা জেলায় বসবাসকারী সাধারণ মানুষদের অধিকতর প্রস্তুত থাকার আহবান জানান।
মন্তব্য করুন