কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪, ০৭:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

কক্সবাজারের

চকরিয়ায় জেলে ছদ্মবেশে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

সমুদ্রপথে মিয়ানমার থেকে ট্রলার যোগে মাদক পাচারকালে জেলে ছদ্মবেশে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা মোহনা থেকে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ট্রলারটি জব্দ করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিকাল ৫ টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং কালে এ তথ্য জানান কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। 

পুলিশ সুপার বলেন, মিয়ানমার থেকে সমুদ্রপথে ট্রলারযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য কক্সবাজার প্রবেশ করছে এমন তথ্যের পায় পুলিশ। সোমবার দুপুর ১২ টার সময় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল জেলে ছদ্মবেশে সাগরে অবস্থান করে। পরে একটি মাছ ধরার ট্রলারে জেলে ছদ্মবেশে উঠতে চাইলে হঠাৎ ওই ট্রলারের থাকা ব্যক্তিরা সাগরে লাফ দিয়ে পালিয়ে যায়।

ট্রলার জব্দ করার পর তেলের ড্রাম তল্লাশী করে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এই ইয়াবা পাচার কাজে যারা জড়িত তাদের শনাক্ত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। 

এ ব্যাপারে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন