চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৪, ০৬:৩০ পিএম

অনলাইন সংস্করণ

চকরিয়ায় প্রকাশ্যে নারীকে চেয়ারম্যানের হেনস্তা

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দীনকে ছাগলের বিচার দিতে গেলে হেনস্তার শিকার হলেন শাহেদা আক্তার (৬০) নামে এক বৃদ্ধা। 

এ নারী জানান, চকরিয়ার চিহ্নিত, চোর, ডাকাত তৌহিদ নামে এক যুবক রাতে তার বাড়ি থেকে টাকা দেওয়ার আশ্বাসে একটি ছাগল নিয়ে যায়। ওই টাকা চাইতে গিয়ে তাকে মারধর করেন তার পরিবার। পরে বিষয়টি নিয়ে চেয়ারম্যান কে বিচার দিতে গেলে চেয়ারম্যান বিচার না করে উল্টো তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

তিনি আরো জানান, চেয়ারম্যান সাহাব উদ্দীন এই চোরের কাছ থেকে মাসে ৫০ হাজার টাকা নেন। তার সমস্ত অন্যায়ের আশ্রয় প্রশ্রয় দেন তিনি। তার পক্ষে নিয়ে তাকে অকত্য ভাষায় গালিগালাজ করেন। এসময় তাকে নানা হুমকি দেন এবং বসতভিটা থেকে উচ্ছেদ করবেন। হেনস্তার শিকার নারী কাকারা উত্তর লোটনী ২নং ওয়ার্ড এলাকার নুরুল আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মে চোরি ডাকাতি সহ একাধিক মামলার আসামী তৌহিদ বিদেশে যাওয়া সময় চট্টগ্রাম এয়ারপোর্টে পিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়। তার কাকারায় রয়েছে বিলাসবহুল বাড়ি। গ্রেপ্তারের পূর্বে রাতে ছাগলটি শাহেদার বাড়ি থেকে নিয়ে এসে জবাই করে খেয়ে ফেলে। এলাকার একজন চিহ্নিত চোরের পক্ষ নিয়ে বয়স্ক নারীকে লাঞ্ছিত করার খবরে সকলেই নিন্দা জানাচ্ছেন।

এবিষয়ে জানতে চেয়ারম্যান সাহাব উদ্দীনকে বেশ কয়েকবার তার মোঠোফোনে ফোন দেওয়া হয়, রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো:ফখরুল ইসলামের কাছে অভিযোগ জমা দিয়েছেন এ নারী। নির্বাহী কর্মকর্তা জানায়-বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।

 

মন্তব্য করুন