
প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতায় নাগরিক জীবনে দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মােনয়ার হোসেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বর্ষার আগেই চট্টগ্রাম মহানগরীর খাল ও উপখালগুলো সংস্কারের জন্য আমরা বারবার দাবি জানানো সত্ত্বেও এ বিষয়ে অগ্রগতি সম্পর্কে কোন পক্ষ থেকে কিছুই অবগত করা হয়নি। মেগা প্রকল্পের এতো কাজ হওয়ার পরও কোথায় কোথায় জলাবদ্ধতা হচ্ছে, কেন হচ্ছে তা চিহ্নিত করে নিরসনের জন্য সরেজমিন পরিদর্শন করে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান জানান তিনি। সেই সঙ্গে তিনি চলমান মেগা প্রকল্পের কাজ দ্রুত শেষ করারও তাগিদ দেন।
মন্তব্য করুন