
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়ির সীটেই আগুনে পুড়ে সিএনজি চালকের মৃত্যু হয়।
আজ সোমবার (২৫ মার্চ) বিকাল তিনটার দিকে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে চালক দগ্ধ হয়ে মারা যান।
নিহত চালকের নাম আব্দুস সবুর তিনি সাতকানিয়া পশ্চিম ঢেমসা এলাকার
আলী নগর ২ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মফিজুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাইওয়ে পুলিশের সিগনাল দেখে ধাওয়া খেলে হটাৎ উল্টোপথে যেতে চাইলে যে অপর দিক থেকে আসা বালুবোঝায় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সাথে সাথে অটোরিকশার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়।
এ সময় অটোরিকশাতে থাকা এক মহিলা যাত্রী দ্রুত বের হলে বেচেঁ যায়, কিন্তু চালক আগুনে পুড়ে মারা যায়। ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।
এব্যাপারে জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান জানান অটোরিকশা বিস্ফোরণে ঘটনাস্থলে চালক আব্দুস সবুরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহয়তায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মন্তব্য করুন