
প্রকাশিত: ৮ মে, ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
১ম ধাপের নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গননা। এরপর বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। ফলে কারা পড়বে জয়ের মালা তা নিয়ে উৎসুক জনতাসহ স্ব স্ব প্রার্থীরা আছেন মহা টেনশনে।
এরা আগে বুধবার ৮ মে জেলার বদলগাছী উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রতিটি ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীর প্রতীকে নিজেদের ভোট প্রদান করেছেন। এবার দলীয় প্রতীক না থাকায় ভোটাররা উৎসবমুখর ও আনন্দে ভোট প্রদান করছেন। আর ভোটের পরিবেশ সুন্দর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল চোখে পড়ার মতো। অপরদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ করতে গ্রহণ করা হয়েছিল ৩স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ছিল মোবাইল টিম এবং একটি করে ষ্ট্রাইকিং ফোর্স। নির্বাচনী এলাকায় ম্যাজিষ্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সাদা পোষাকে পুলিশ, আনসার, র্যাব এবং বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলরত অবস্থায় ছিল।
জানা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ কে পড়ছেন জয়ের মালা,ভোট গননা শেষে জানা যাবে।
বদলগাছী উপজেলায় ৬৪টিসহ মোট ১৯১টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত।
মন্তব্য করুন