
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের কুলাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় (১২) এক পথশিশু আহত হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার লংলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. রোমান আহমদ জানান, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া থেকে ছেড়ে দুপুরে লংলা স্টেশনে ঢোকার সময় অজ্ঞাত পরিচয় এক পথশিশু ছাদ থেকে পড়ে যায়। এতে ওই পথশিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
মন্তব্য করুন